কবিমনের ব্যাখ্যা করা বড়োই টান -
কবিমনের বিশাল পরিসর -ব্যাপকতা জানেন শুধুই ভগবান  | -


তবুও বলি, কবিমন এক অফুরন্ত রত্ন সম্ভার -
আবেগ -অনুভূতি -চিন্তার অনন্ত ভান্ডার  | -


একের পর এক কাব্য বের হয় অবিরাম মনের উন্মুক্ত গর্ভ হতে -
তবুও ঘাটতি নেই কবিমনের বিস্তৃত রত্ন খনির খাতে  | -


সীমিত জীবনকাল - অচিরেই বয়ে যায় বেলা -
ধেঁয়ে আসে কবির বিদায়ের পালা | -


কবিত্ব -কবিমনের কাব্যের সমাহার এখনো পরিপূর্ণ -
কিন্তূ সহসা নিভে যায় জীবন দ্বীপ - সব বাঁধন হয় ছিন্ন -
ডুবে যায় কবিতার ভেলা -
পঞ্চভূতে হারিয়ে যায় কবিমনের অক্ষত কাব্য লীলা..........