জীবনে রয়েছে অভাব, অভিযোগ, দুঃখ, বেদনা, অসহায়তা -
সব মিলিয়ে আমার জীবন এক তিক্ত অভিজ্ঞতা -
তবুও আমি বেঁচে আছি ভুলে সব কথা
কারণ, আমি পেয়েছি একমাত্র ভালো সঙ্গী -আমার কবিতা ! -


জীবনের কঠোরতায় - কর্মব্যস্ততায় যখন আসে ক্লান্তি
তখন কবিতার মাঝেই আমি খুজে পাই শান্তি | -


কবিতাই আমার সুখের সংজ্ঞা - ভালো লাগা উপহার,
কবিতাই আমার জীবনের সার ! -


সমাজের রূঢ়তা -অন্যায় -অবিচারে যখন আমার মন ভেঙে যায়
তখন কবিতাই আমায় প্রেরণা যোগায় | -


আমার যত কথা -
ভালো -মন্দ, সুখ -দুঃখের অভিজ্ঞতা -
কবিতার কাছে আমি সবই করি শেয়ার
কারণ, কবিতাই আমায় দিয়েছে বলার অধিকার | -


আমার ভাষা -আবেগ -অনুভূতি -চিন্তার মূল্য দিয়েছে একমাত্র কবিতাই -
কবিতার প্রতি আমার হৃদয়ের টান রয়েছে তাই | -