যাই হোক ধর্ম তোমার -
হিন্দু, ইসলাম, বৌদ্ধ, শিখ কিংবা ইশাই -
দিও না বন্ধু ধর্মের দোহাই -
ধর্ম নিয়ে গর্ব করে কোনো লাভ নেই -


সকল ধর্মই সমান -
সকল ধর্মই শিখিয়েছে
স্নেহ, উদারতা ও প্রেমের গান -


যাক, ধর্মের নাম করে বসে রইলে
কিছুই পাবে না ভাই -
কর্মই তোমার আসল ধর্ম -
কর্মই পরিচয় -


সৎ কর্মে রাখো মতি -
জগতের হিতে -
মানব কল্যাণে হও ব্রতী -
যথোচিৎ ফল তোমায় দেবেন ভূপতি -