ওহে বন্ধু, করো না তুমি বৃথা অহংকার -
আত্ম গর্বে স্ফীত হয়ে করো না অপরকে তিরস্কার-


টাকা -পয়সা, বাড়ি -ঘর, আত্মীয় -স্বজন, মান -সন্মান -
যা কিছু রয়েছে তোমার,  সবই তো বিধাতার দান | -


ওহে বন্ধু, জীবন  তোমার অস্থায়ী -
এ জীবনে গর্ব করার আছে বলো কি?  -


যা কিছু তল্পি -তল্পা পেয়েছো বা কুড়িয়েছো জীবনে এতোদিন -
সবকিছুই তোমার কাছে সেদিন হয়ে উঠবে মূল্যহীন
যেদিন সব ছেড়ে তোমায় চলে যেতে হবে কালের ডাকে | -


তাই বন্ধু,  করো না তুমি বৃথা অহংকার -
আত্মাভিমানে দগ্ধ হয়ে করো না অপরের প্রতি অন্যায় -অবিচার -