অধম আমি  প্রভু, - আমি দীন হীন -
বুঝি নি কভু তোমার মহিমা -
মোহ -মায়ার বশে কেটে গেছে আমার দিন | -


আজ জীবন নদী মোহনায় দাঁড়িয়েছে এসে -
বুঝতে পারি, অচিরেই মৃত্যুর সাগরে আমি যাবো মিশে | -


বড়ো অসহায় আজ আমি প্রভু, -আমি নিঃস্ব -
অন্তিম যাত্রাকালে নেই আমার কোনো পাথেয় | -


মূর্খ আমি প্রভু, আমি এক পাপী -
খুজি নি কভু তোমায় যদিও তুমি সর্বব্যাপী | -


বেলাশেষে আজ ভাবি -
তোমায় না ভজে জীবনে হয়েছে কতো বড়োই না ক্ষতি ! -
আজ বুঝতে বাকি নেই প্রভু,
তুমিই ভরসা কেবল -তুমিই জীবের গতি ! -


আজ করজোড়ে করি তোমার আহ্বান -
ভক্তি ভরে করি তোমার গুণগান | -


আজ তোমার চরণে সঁপেছি আমার দেহ -মন -প্রাণ -
কৃপা করো, প্রভু ! -করো আমায় পরিত্রাণ !