তব সন্তান দাঁড়ায়েছে আসি তব দ্বারে -
মাগো,  তুমি জাগো !


সম্পদ প্রার্থী হয়ে আসি নি আমি এ মন্দির প্রাঙ্গনে -
একবার মাগো চেয়ে দেখো তুমি মোর পানে -


মাগো, তুমি জাগো ! -
বুঝে নাও আজ তুমি ব্যথিত হৃদয়ের বেদনা ! -
সমাজের কষাঘাতে চেতনাহীন, পীড়িত আমি -
চাহিতে এসেছি তাই বাঁচার তাগিদে
শুধু একটু প্রেরণা, একটু চেতনা ! -


দুনিয়ার চোখে দরিদ্র, অবহেলিত, পতিত -
অতি ক্ষুদ্র আমি একটা প্রাণী ! -
আমি তবু জানি,
আমি তোমার সৃষ্টি ! -


মাগো, তুমি জাগো ! -
অসহায় তব এই সন্তান মাগিছে আজ মহাভিক্ষা -
দাও মাগো শক্তিমন্ত্রে তুমি দীক্ষা ! -


দুনিয়া জানুক
শক্তিমায়ের সন্তান
শক্তিহীন কভু নহে -
শত প্রতিকূলতার মাঝেও
বেঁচে থাকার শক্তি মোর আছে | -


মাগো,  তুমি জাগো ! -


তব সন্তান দাঁড়ায়েছে আসি তব দ্বারে -
মাগো,  তুমি জাগো ! -