কাজ, কাজ আর কাজ -
আর ভালো লাগে না ! -
চারিদিকে সমস্যা জর্জরিত জীবনে
কাজের চাপ আর ভালো লাগে না !


দুশ্চিন্তা -উদ্বিগ্নতার মাঝে কাজ করেও
তার বিনিময়ে যা কিছু পাই
তাতে কিছুই হয় না -
এটুকু চাহিদাও মেটে না -
সমস্যা দিন দিন বেড়েই চলে !


তাই ইচ্ছে হয়, মুছে দিই জীবনের এই কঠোর অধ্যায় -
কাজ কর্ম ছেড়ে ছুটে যাই প্রকৃতির কোলে !


ইচ্ছে হয়, নদীর তীরে ঘুরে ঘুরে
নদীর স্বচ্ছ জলরাশির সৌন্দর্য উপভোগ করি -


ইচ্ছে হয়, কল্পনা প্রবণ মন নিয়ে
কোনো এক নির্জন বনে গিয়ে বসে থাকতে -
ইচ্ছে হয়, মৃদু বাতাসের ঠান্ডা ছোঁয়া পেতে -
একান্তে পাখীর গান শুনতে !


কখনো ইচ্ছে হয় বন্ধনমুক্ত জীবন নিয়ে
গ্রামের মাঠ -পথে এদিক ওদিক ছুটতে !


তবে বন্ধনমুক্ত হওয়া কি সম্ভব ? -
বাস্তবকে অস্বীকার করা কি সম্ভব ?


ভালো না লাগলেও কাজ করতেই হবে -
সমস্যার সমাধান না হলেও কাজ করতেই হবে -
অন্ততঃ পেটের দায়ে হলেও ! -