অসহায় ও প্রেমশূন্য এই জীবনে
অনুভুত হয় শুধুই যন্ত্রণাবোধ !


আমার কাছে এই জীবন এক শুকনো মরুভূমি -
সম্পদহীন -মূল্যহীন -এক মহা শুন্যতা -
চারিদিকে ছড়িয়ে থাকা
এক দুর্ভেদ্য কঠোরতা -


নিরাশ জীবন যাপন বড়োই টান,
তাছাড়া প্রবঞ্চক জীবনের প্রবঞ্চনায়
চলার পথে দেখা হয়
হিংস্র, ক্রুদ্ধ ও দাম্ভিক মানুষের সাথে -


হিংস্রতা ও দাম্ভিকতা -
সমালোচনা ও উপহাসের
আমি হই বলি !


অসহ্য এই মানুষগুলো -
অসহ্য এদের
হিংস্রতা-
দাম্ভিকতা -
সমালোচনা -
উপহাস !


বিদ্রোহী হয় মন -
হৃদয় থেকে জন্ম নেয় এক তীব্র প্রতিবাদ
আর এই মানুষগুলোর মতে,
আমি খুব 'সেন্টিমেন্টাল'.........


কিন্তু একজন শান্ত - সৌম্য -বিনয়ী ব্যক্তি আমি -
আমি জানি................