ছেড়া ও নোংরা কাপড় পরিহিত
এক উন্মাদ ব্যক্তি ঘুরাঘুরি করে
শহরের পথে পথে -


প্রায়ই পীড়িত হয় সে
সমাজের ভদ্র লোকদের হাতে -


একদিন দেখতে পেলাম,
ক্ষুধার তাড়নায় অতিষ্ঠ হয়ে
সে গিয়ে দাঁড়ালো
একটি রেস্টুরেন্টের সম্মুখে -


তাকে দেখেই রেস্টুরেন্টের কর্মীরা
জোর গলায় বলতে শুরু করলো,
" এই পাগল, ভাগ ! ভাগ এখান থেকে !"


তবুও সে চলে যায় নি -
হাতের আঙ্গুলগুলো একজোট করে
মুখের কাছে ধরে বুঝাতে চাইলো,
"সে খুব ক্ষুধার্ত, তার খাবার চাই | "


তবে খাবার জুটলো না তার,
বরং রেস্টুরেন্টের ম্যানেজার
তড়িঘড়ি ছুটে এসে লাঠিপেটা করে
তাকে তাড়িয়ে দিলো -


ক্ষুধার জ্বালা অসহ্য,
তাই সে অন্য একটি রেস্টুরেন্টের
সামনে গিয়ে হাজির হলো |
তাকে দেখেই রেস্টুরেন্টের এক কর্মী
এক বালতি জল এনে
তার উপর ঢেলে দিলো
আর গালি দিয়ে তাকে দূর করে দিলো -


এই হলো সভ্য সমাজের আসল চেহারা -
সভ্যতার আড়ালে সমাজের বর্বরতা !