একটা অহংকারী আঁধার রাত -
আকাশে যত কালো রঙ ঢেলে দিয়েছে বুঝি কেউ ! -
আর স্তব্ধ জনহীন একটা বিশাল পথ,
নীরবতাকে সাক্ষী করে চলে গেছে  বহু দূর.......


হঠাৎ সেই পথের মাঝে
সকলের অলক্ষ্যে এসে জুটলো এক পথিক -
সম্পদহীন,  সঙ্গীহীন -
হৃদয়ে শুধু শুন্যতার অবকাশ ! -


কালো রাতের গোপন ইশারায়
দলে দলে শিকারী এগিয়ে আসছে বুঝি তার দিকে -


আতঙ্কের সংকেত ছড়িয়ে পড়লো তার মনে -
তবু সময়ের স্রোতে ভেসে ভেসে
পথ চলার শিক্ষা পেয়েছে সে -
তাই বুঝি আঁধার রাতের অন্ধকার কুড়িয়ে কুড়িয়ে
ছুটে চললো সে তার গতিপথে -


অবশেষে ছিন্ন হলো আঁধার রাতের মস্তক -
দিবাকরের আগমন জ্যোতি দেখা গেলো পথিকের পথে -
চলার পথে সে পেলো এক নতুন অনুপ্রেরণা -