একই স্রষ্টার সৃষ্টি আমরা সবাই এই ভবে,
সৃষ্টিকর্তা করেন নি ভেদাভেদ কোনোভাবে -


বিধাতার সৃষ্টি পাহাড় -পর্বত, নদী-সাগর, গাছ-পালা,
কোথাও যে নেই মানুষের প্রতি ভেদাভেদের পালা |


ঈশ্বরই গড়েছেন চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস ;
প্রকৃতির কোথাও কি রয়েছে ভেদাভেদের আভাস?


প্রকৃতির কৃপায় রয়েছে বিশ্বে প্রাণ,
স্রষ্টার কাছে আমরা সবাই সমান |


ভেদাভেদ জ্ঞানে কেন ছিন্ন করি আমরা ভাতৃত্বের বন্ধন?
পরস্পরের মাঝে বিভেদের বহ্নি জ্বালাতে কেন জোগাই ইন্ধন?


এসো, আজ ছিন্ন করে বিভেদের জ্বাল
বদলে দেই আমরা সমাজের হাল -
এসো, আমরা করি আজ পণ,
পরস্পর মিলে -মিশে গড়বো সুন্দর জীবন |