সুখ, সুখ করে কেন মরিস, ওরে মন !
কোথায় পাবি বল, তুই সুখ অনুক্ষণ -
সুখ নয় যে কোনো গাছের ফল !


যদি চাস সুখের শরণ
তবে দুঃখকেও করতে হবে বরণ -


তুই কি জানিস না,
সুখ -দুঃখ মিলেই জীবন,
দুঃখ ছাড়া শুধুই সুখ করেছে অর্জন
এমন কি আছে কোনো একজন?


যতোই আসুক সুখ জীবনে নিত্য -
যতোই থাকিস তুই সুখের ঘোরে মত্ত -
এটুকু দুঃখের কষাঘাতে সুখের যেন সর্বনাশ -
সদ্যপ্রাপ্ত সুখও তখন হয়ে ওঠে ইতিহাস !


সুখে নেই পূর্ণতা, নেই পূর্ণ তৃপ্তি
তাই ওরে মন, সুখের পেছনে করিস না তুই ধাওয়া -
সুখ নয়, জ্ঞানই হোক তোর চাওয়া -


জ্ঞানই শক্তি - জ্ঞানই সম্পদ,
জ্ঞানের দ্বারাই কাটবে তোর সব বিপদ -


জ্ঞানই জীবনের দীপ্তি -
জ্ঞানই চরম প্রাপ্তি -
একমাত্র জ্ঞানই দেয় জীবনে শান্তি -