স্বপ্নের মতো আমার এই পৃথিবীটাকে -
আমার সূষ্টির -
আমার ভালোবাসার পৃথিবীটাকে
আমি হারালাম তোমায় ভালোবেসে -


আমার শক্তি, মনোবল, আশা, প্রেরণা, লক্ষ্য -
সবই আমি হারালাম তোমায় ভালোবেসে -


তোমার জাদুকরী রূপের পরশে -
নিখুঁত প্রেমের অভিনয়ে নিজেকে ধরা দিয়ে
হারিয়ে গেলাম আমি আঁধারের অতলগর্ভে -


লোহিতের তীরে যেকোনো একটা পার্কে বসে
বিচিত্র পাখির গান শুনে শুনে
প্রকৃতির প্রেমে ভেসে যেতাম -
মৃদু বাতাসের পরশ দেহে মনে জাগাতো শিহরণ -
লোহিতের শান্ত জলরাশির বুকে
খুঁজে পেতাম শান্তির উপাদান -


কিন্তু হায়, সবই আজ হারালাম -
পাখির গান, মৃদু বাতাস, লোহিতের জলধারা -
কোথাও এটুকু ভালোবাসা -
এটুকু শান্তি খুঁজে পাই না আজ -


আমার সৌন্দর্যবোধ - আমার প্রকৃতি প্রেম
ধুলোয় মিশে গেছে
তোমায় ভালোবেসে -


বড়োই কর্মঠ ছিলাম একদা আমি -
জীবনের প্রতি আস্থা হারিয়ে ভেঙে পড়েছি আজ -
পিপাসার্ত পথিক মরীচিকার ইশারায়
যেমনটি করে তার পেছনে ছুটে
তেমনি করে তোমার পেছনে ছুটতে ছুটতে
আমি আজ ক্লান্ত -
অচল -অসাড় দেহ-মন নিয়ে
পড়ে আছি আমি এক নীরস পৃথিবীর বুকে -


পথভ্রষ্ট, দেউলিয়া জীবন নিয়ে
নিরাশা ও বেদনার বলি হয়ে
কেঁদে মরি আমি সবার অলক্ষ্যে
তোমায় ভালোবেসে -


*** *** *** *** *** ***


বিশেষ দ্রষ্টব্য : লোহিত = ব্রহ্মপুত্র নদ
{কবিতাটি  বেশ কয়েক বছর পূর্বে লেখা যখন আমি আসাম (ভারত ) এর গুয়াহাটিতে অবস্থানরত  ছিলাম | }