যেসব কথা আমার হয় না পছন্দ
সে কথাগুলো বলে তুমি বাঁধাও দ্বন্দ্ব !
যেসব খাদ্য ইচ্ছে নেই আমার খেতে
সেই সবই দিচ্ছ সদা আমার পাতে !
যেসব আচরণে কষ্ট হয় আমার
সেই সবেই যেন চিররুচি তোমার !
তুমি কখনোই ভাবো না আমার কথা -
দিচ্ছ তুমি নিয়ত আমার প্রাণে ব্যথা !


তোমার -আমার মাঝে নিত্য বাঁধে তর্ক -
এভাবে টিকে থাকতে পারে না সম্পর্ক !
যেকোনো অজুহাতে আমায় করো দোষী -
আমায় হীন করে তুমি বেজায় খুশি !
বলো প্রিয়া, এ কেমন তোমার বিচার? -
আমি ভেবে পাই না কোনো পথ বাঁচার ! -