হাতটা পুড়ে  ধরলে ঘিয়ে
ধরলে তেলে, ধরলে ডালে,
মাছে ধর মাংশে ধর
পুড়বে তুমি ধরলে চালে।  


পেয়াজ-রসুন, আদা-হলুদ
নিত্য পণ্য যাকে বলে,
পুড়বে তুমি এমনকি যে
ধরতে গেলে জলে।  


ভাড়-বোয়াল আর ঘুষখোরের
টাকার ঘর্ষণে,
বাজারটা যে পুড়ে গেলো
অগ্নি বর্ষণে।  


টাকা কোটেড জ্যাকেট আছে
তাদের গায়ে পরা,
পড়ে না তাই কোন কালে
অগ্নিবানে ধরা !


বলতে পারো কোন দাওয়াইয়ে
এমন আগুন নিভবে?
কেমন করে অন্ন-জলে
পেট-টা সবার ভরবে?
30/04/২০১৮