খুবলে খেতে হাত বাড়ালে  
আমার ভূমির পানে,
হ্ুঁশ রেখে তুই বেহুঁশ হবি
এক মন্ত্রের  টানে।


শুনবি মন্ত্র ?
পতন যন্ত্র-
লাখ শহীদের পুত কর্ণে
চুপিসারে যদি বলে দেই,
শেখ মুজিব দিচ্ছে ডাক
ঘুমিয়ে থাকার সময় নেই।

লাফিয়ে উঠে ধরবি অস্ত্র
আগ্রাসীরা যাবে কই,
আমার সোনার সন্তানেরা
শোধ নিবে যে পইপই।


কু-চিন্তনে কেউ যদি চাস
করতে আমায় শেষ,
রাখিস যেন রক্তস্রোতে
নামটি বাংলাদেশ।