অনন্ত নক্ষত্রবীথি পানে অনিমেষ চেয়ে থাকার নাম অপেক্ষা
নিমগ্ন জোনাকীর আলোয় জেগে থাকার নাম অপেক্ষা
জোছনা ভালবেসে সারারাত চাঁদের আলোয় ভেজার নাম অপেক্ষা
কেউ বুকের মাঝে থাকার পরও ছুঁতে না পারার ক্লান্তির নাম অপেক্ষা।


চাতক হতে হলে অনেকটা ত্যাগ লাগে, ওর ওষ্ঠে বৃষ্টিজলের তৃষ্ণা বুঝলেই ভালবাসা যায় অপেক্ষাকে....



মাঝে মাঝে সবকিছু ওলট-পালট করে যখনই তুমি হও অনন্ত উজ্জ্বল, মন-পাঁজরে ভাললাগা আবেশের তখন স্নিগ্ধ চলাচল।
অভিমানী প্রিয়ার মত আবার হঠাৎই ডুব দিলে, মনে করে বাঁচি সেই স্মৃতি এমন রাতে তুমি শুধু আমারই ছিলে।



ভেতরে যে ভবঘুরে মনটা আমার সে বলে: সব ছেড়ে দে, চল তোকে ঘুরিয়ে আনি সপ্তর্ষি আর চন্দ্রালোকে। যাপিত যে মনটা আমার সে রয় নেহাত বেঁচে বলে না কিছু করে দেখায় ছাঁ-পোষা বেঁচেই থাকে। নিয়ত তাই হেরে যাওয়া মন বাস্তব জাতাকলে, স্বপ্ন মরেনা কভু গোপনেই বেড়ে চলে.......