এসো আজ এই দিগন্তবিস্তৃত পূর্ণাঙ্গ জোছনার রাতে,
রবীঠাকুরের অযাচিত প্রাচীন আহবান মেনে,
তুমি আমি হারিয়ে যাই কোন গহীন অরণ্যে-
চারপাশের রাত জাগা বুনো ফুলের কল্লোলিত ঘ্রাণ
আর অবিশ্রান্ত ঝিঝির বেদনাহীন ডাকে,
রচিত হোক আমাদের অবচেতন প্রেমের উদ্ধৃতি
আমার হাতে তোমার আবহমান হৃদয়ের স্পন্দন,
তোমার চিবুকে আমার জাগতিক চাহিদার ইশতেহার
হঠাৎ কোন শ্বাপদের গাঢ় নিশ্বাসের চলার শব্দে,
দুজন মিশে যাব আরো গভীর অন্ধকারে দুজনের অভ্যন্তরে,
পৃথিবীর সকল যান্ত্রিক আটপৌরে অনুভূতি ভুলে গিয়ে,
আমরা হয়ে যাব আদিম কোন মগ্নতা
নির্মীলিত জোছনায় তখন ভেসে যাক বিশ্ব চরাচর।