পৃথিবীর সমস্ত প্রেম কোন এক অগ্রহায়ণে এসে থেমে গেছে,
যার কোন শুরু ছিল না-
শুধু সুবিস্তীর্ণ হাত-প্রান্তর-মানবজমিন আর
নামহীন প্রেমিকার চোখের কাজল,ঠোটের মৃদু ঘ্রাণ
বিষন্ন কোন এক কবির অশ্রুত কবিতা।
আর ছিল কিছু অখণ্ড মানবসত্তা
সবকিছু ধারন করেছিল সেই ঈপ্সিত অগ্রহায়ণ,
আর তুমি আমি ছিলাম তার আয়ত্তের বাহিরে,
যখন কিছু উতল বৃষ্টি এসে ভিজিয়ে দিয়েছে নিরুত্তর চুল,
যেখানে ঠায় দাঁড়িয়ে গুনেছিলাম নির্ঘুম প্রহর,
যে হৃদয়স্তম্ভে দাঁড়িয়ে বিষাদগুচ্ছ।