শুধু তোমার হাত ধরব বলে,
আমি সহস্র ক্রোশ পথ পাড়ি দিয়েছি শাণিত চোখে,
শুধু তোমার আঙুল ছোব বলে,
আমি এই ভ্রষ্ট পৃথিবীর বুকে জ্বালিয়ে দিয়েছি অবারিত মশাল,
শুধু তোমার চোখে চোখ রাখব বলে,
আমি অসুখের দিব্য আলোয় খুঁজে গেছি খৈয়ামি রুবাই
শুধু তোমার চিবুকের সবুজ ঘ্রাণ  নেব বলে,
আমি অনাঘ্রাত গোলাপের নিষিক্ত পাপড়িকে,
রুপান্তর করেছি অস্পর্শিত মুক্তোয়,
শুধু তোমার চুলে উতল হাওয়ার ঢেউ দেখব বলে,
আমি সমবেত গুঞ্জনে, মানবিক শ্লোগানে,
অথবা তৃষাতুর প্রণয়ের অচিন্তিত উপাখ্যানে,
পরিনত সমুদ্রের প্রগাঢ় ঢেউয়ে-
মুছে দিয়েছি সকল আগমনী অভিলাষ,
শুধু তোমার হৃদয়ের স্পন্দন শুনব বলে,
আমি লক্ষবার মৃত্যুকে জড়িয়ে নিয়েছি সহাস্যে,
আজন্ম খুঁজে ফিরেছি হারিয়ে যাওয়া এল ডোরাডো।