বয়ে যাচ্ছে সময় একাকী অনন্ত
এলোমেলো ভাবনায়,
অফুরন্ত অবসর অখন্ড
এই করোনায়।


মৃত্যুর মিছিলে রোজ
বেড়ে যাচ্ছে কেউ না কেউ,
এই বুঝি আমিও!
আশাঙ্খার ঢেউ।


এভাবে কি বাঁচা যায়?
কর্মহীন, অনিশ্চিত, অখণ্ড অবসর,
কবে ফিরবে সেই সময়?
ভয়হীন ব্যস্ত জনপথ, অফিসঘর।