আমার রাজ্য ছিল নিরাপদ
পাইক পেয়াদাহীন
নিরাপত্তার বেড়াজালে
সুরক্ষিত ছিল হৃদয়,
হঠাৎ দু'টি চোখ
কি গভীর দৃষ্টিতে বিদ্ধ করল
নিরাপত্তার বেষ্টনী গেল ভেঙে
শুরু হলো প্রলয়।


প্রচন্ড তুফানে
পাড় গেল ভেঙে
ভাসিয়ে দিল
বিস্তৃন্ন ফসলের খেত,
তবুও হাহাকার নেই
উচ্ছাসে ভরা
গোটা রাজ্য আজ
রাজা কুপোকাত।


প্রথমে পাইক পেয়াদা
বিদ্রোহ করলো
নিরাপত্তা ভেঙে গেল
জনতাও গেল ক্ষেপে,
সম্মুখে তখন
এক জোড়া চোখ
গভীর সে চাউনি
হৃদয় উঠেছিল কেঁপে।


রাজা রাজ্য হারালো
রানী এলো রাজাসনে
তুফান গেল থেমে
জনতাও খুশী,
এ রাজ্যে এখন
শান্তির সুবাতাস
দখল হলো রাজার হৃদয়
তবু কেউ হলো না দোষী।