আমি কবি হতে চাই
কেবল নির্ঘুম রজনী জেগে, তোমাকে ভেবে,
অতন্ত্র প্রহরীর মত শিরদাড়া শক্ত করে
তোমার শিহরে দাড়িয়ে থেকে।
তুমি জেগে কখন বলবে
আর দাড়িয়ে থেকো না
এসো আমার পাশে
কিংবা আমার মুখ পানে চেয়ে
দীর্ঘশ্বাস ফেলে জড়িয়ে ধরবে উচ্ছাসে।
তেমন একটা সময়ের অপেক্ষায়
অপেক্ষয়মান আমি নির্ঘুম কবি,
যে কিনা জীবনের শ্রেষ্ট কবিতা লেখার আশায়
হৃদয়ের ক্যানভাসে ধরে রেখেছে সবি।
শুধু অপেক্ষা আর অপেক্ষা..
আমি জানি অপেক্ষার পালা শেষ হবে
তোমার মুখে ফুটবে হাসি
আমার প্রতি তোমার সব অভিমান শেষ হবে
আমার লোমহীন বুকে মুখ গুজে বলবে ভালবাসি।
আমি সেদিন প্রথম কবিতা লিখব
দেখ আমি কবি হবই
ভালবাসার কবি।
প্রিয়ার কাছে নত  হওয়া এক প্রেমিক কবি।