কেবল ভালোবাসতে পারি
আর কিছু নেই সহয় সম্বল,
কি যে অসুখ বলো এই ভালোবাসা
এ নাকি রয়ে যাবে অনন্তকাল।
কতবার গেছি কবিরাজ বাড়ি
সরদার বাড়ির ডাক্তারও দিয়েছে
কাড়ি কাড়ি বড়ি,
তবু নিরাময় নেই কোন
পরানে পরানে পুড়ি।
তোমার সামনে দাড়াই
চোখ ভিজে জলে,
উদাসী তুমি, কখনো কি দেখ না
একটুখানি চোখ মেলে?
চোখেরও গেছে সময়
কালো ছাপে ঢেকে,
ওনাকি আর যাবে কখনো
বরফ জলে ছেঁকে।
এসময় শেষ সময়
সবাই বলে এসে
কেউ জানে না কি যে অসুখ
তোমায় ভালোবেসে।
এ যে অসুখ বৈদ্যের কম্ম নয়
দেখ না একবার তুমি এসে।
কেবল ভালোবাসতে পারি
আর কিছু নেই সহয় সম্বল,
কি যে অসুখ বলো এই ভালোবাসা
এ নাকি রয়ে যাবে অনন্তকাল।