ফানুস


আমি অনিকেতন একজন ফানুস
হঠাৎ  রাস্তায় তুমাকে দেখে হয়েগেছি অসেচনক
সত্যি তুমি অসেচনক।তুমি তার যোগ্য রাখো
তুমি অতি দুর্লভ ময়সী সাহসের হারনামা পাখি
যতোবার তুমাকে দেখেছি পেয়েছি সব ঘাতসহ ধোর্য
তুমি রুপের বাহারে সাজানো এক পুতুল
তুমি রুপের অপরিহার্য
যতোবার হারিয়েছি তুমাকে।
তোতোবার আমি চেয়েছি মুমুক্ষু
আমি নির্ধিদায় দিতে পারি সাক্ষ
তুমি আমার।তুমি আমার।
তুমি আমার মোনোহর রুপে নিজের করে নিয়েছো বক্ষ


আমার অনেক দিনের অকাল পরম ইচ্ছা
একবার আমি নাজানিয়ে তুমাকে করবো দিদিক্ষা
তুমি নিবে কি আমার পক্ষ?


আমি পুড়ে যাচ্ছি দহ্যমান হচ্ছি নিজেকে দিচ্ছি শিক্ষা
তুমি আসবে একদিন জিজ্ঞেস করবে
আমার শেষ হবে অগ্নিপরীক্ষা
তুমি আমার তুমি আমার
তুমি আমার অতি রাগের গোছানো তিতিক্ষা
আমি অলস আমি বিহঙ্গ আমি পথের অচল এক মানুষ
অচেতন এক শহর আছে আমার
আমি অনিকেতন এক ফানুস