কাজল


রজনির আর কিছুটা বাকি.
গগনে  বয়তে চলেছে কালো মেঘের ছায়া?
চাঁদের সুন্দর্য মেখে গেছে তারাদের গায়ে


গোধূলি  রাতে কাজল চোখে হাটছে বেহায়া নুপুর পায়ে
এমন কালো আধার আলো
কাজল পেলি তুই কই?


আমাকে ভ্রস্ট করেছিস অকালে!
নেশায় ফেলেছিস কালো কাজলের
আমি তোর স্বাদের সন্নাসী নয়.


আমি এক মুক্ত খেচর। আমার আকাশ জুড়ে বাড়ি
           কি ভাবছিস তুই?
তোর নয়নে হয়ে যাবো আমি আনাড়ি?


ভুল হবে তোর. হয়ে যাবে ভুল
যদি আমাকে করিস লক্ষ্
আমি তোর প্রেমে নয়
তোর ছায়ার প্রেমের নিয়েছিলাম পক্ষ্


সে রাতেও একবার এসেছিলি তুই
এসেছিলি কাজল চোখে
চোখনা খোলেই  দিখেছিলাম একবার
অনল সারা বুকে
বারন করছি .তাড়িয়ে দিচ্ছি
আসিস না আর আমার নগরিতে
আমি শান্ত থাকি শান্তি প্রিয়।
তুই অশান্তি কাজল চোখে