সুরম্য


আমার একটা আকাশ আছে
অতি সুন্দর সেই আকাশে একটা চাঁদও আছে
আমি প্রতি রাতে খোলা আকাশ টার নিচে সুয়ে থাকি
আমার ভাবনা গুলো আকাশের সব কয়টা তারা
আমি ঘুমিয়ে যাওয়ার পর সেই চাদটাই আমাকে দেয় পাহাড়া


আমি তারা গুলো দেখি। তামসিকে দেখি
   তারা গুলোকে চোখে চোখে নানান ছবি আঁকি
তারা গুলো দোলছে.বিষন্নতায় দোলছে
আমাকে দিতে চায় ফাঁকি


মাঝে মাঝেই ভেসে আসে করুন শিঞ্জন
এবার তারার পাশে চাদটাকে দেখি
হায় হায় এতো চাদ নয় এ যে চাদের রুপে এক সুরম্য
যাকে দেখেই আমার মন হয়ে গেছে হতভম্ব
আমি কি দেখলাম?এটা কি দেখলাম?
আমাকে ডাকছে ;সুরম্যটা ডাকছে
আমি কিভাবে যাবো ;কিভাবে হবো আমি বিহঙ্গ?
আমি থাকতে পারছিনা আর সুয়ে
নিঃশব্দ কান্নার জলে নয়ন যাচ্ছে দুয়ে
বার বার হাত বারিয়ে চেষ্টা করছি তাকে ছুতে
সে হারিয়ে যাচ্ছে ;ক্রমশেই দুরে যাচ্ছে
আমাকে বুঝাতে সক্ষম হচ্ছে
আমি বামন. সে চাদ
যতো চেষ্টা করি :সে অন্য জগৎ সে সুরম্য
সে আমার অনেক উর্ধ্বে :সে চাদ