পড়াশোনা করেছে কে ভাই আবিষ্কার
        ভাবতে ভাবতে চাপে পরে আমি ব্যারিস্টার,
কিছুই বুঝিনি কিছুই পড়ি নি নিজ ইচ্ছে গুনে
       ব্যাগ ভরতি বই মা দিয়েছে পুরে।
তাই নিয়ে কেটেছে আমার স্কুল কাল
       ভাবছে হয়তো প্রতিষ্ঠিত  আমি ব্যারিস্টার,
জীবন খাতার প্রাপ্তিটা খুলছি একটু করে-
       আমার পাশে এক বন্ধু ছিল নবম-দশম কালে  
পড়া লেখা যেমন তেমন দুষ্টু ছিল বটে ,
       এ পাড়া সে পাড়ায় ঘুরতো সারাক্ষণ
  আমি বাবা পড়ুয়া ছাএ চার দেয়ালের মাঝে।
       এমন করেই পার হলো আমার কলেজ কাল
  দেশে তখন হঠাৎ করে  এলো যুদ্ধ কাল,
       আমি ভাই পড়ুয়া ছাএ বিলেত দিলাম পারি
  বন্ধু আমার ভিষণ দুষ্টু ঝাঁপিল যুদ্ধে
       সে হইলো বীর শ্রেষ্ঠ আর আমি ব্যারিস্টার।