আমি ক্লান্ত এ ব্যস্ত শহরের যান্ত্রিক মায়ায়
    আমি নিস্তব্ধতা মাঝে জেগে ওঠা এক শান্ত
আমি আজ বরই ক্লান্ত
   এ মিথ্যে শহরের ভালোবাসায় আমি ক্লান্ত
যান্ত্রিকতায় আটকে পরায় আমি ক্লান্ত
    দিন শেষে নির খোঁজায় আমি ক্লান্ত
আজ আমি বরই শান্ত
   ভালো থাকার আশায় আমি ক্লান্ত
করে দিয়েছে আমায় শান্ত, আমি বরই ক্লান্ত
    রক্তিম সূর্য উঠবে একদিন আমি হবো হাস্যজ্জল
আমি নতুন করে জাগবো রক্ত গরম কন্ঠে
   আমি আবার ছুটবো নতুন যুগের খোঁজে
আমি ছুটবো তবে যান্ত্রিকতায় নয়
    আমি ছুটবো বাস্তবতায়
যেথায় মানুষ একে অপরের ভালোবাসায় সিক্ত
   আমি খু্ঁজবো কুড়েঘরের সুখ
যেখানে বৃষ্টি হলে রিমঝিম শব্দ রটে
    যেখানে সকাল হলে মোরগ ঘুম ভাঙ্গাবে
আমি ছুটবো আবার স্নেহে ঘেরা ছোট্ট এক গ্রামে