ওহে সূর্যসীনি , তুমি শীতের সকালের আকাঙ্খীত
  তুমি অপেক্ষাকৃত এক ভালোবাসার আশা
      ওহে সূর্যসীনি, তুমি কি না পাওয়া সেই শীতের রৌদ্র
তুমি কি হস্তে তরবারি তুলতে জানো না?
     তুমি কি একমুহূর্তে রঙ বদলে পরিবর্তন হতে পারো?
তুমি কি শুধু অপেক্ষার প্রহর বৃদ্ধি করতে জানো?
      তুমি কি সেই আক্ষেপ মুছতে পারো?
না-কি তুমি এক অপ্রাপ্তির বেদনা


ওহে সূর্যসেন,
তুমি যদি চাও আমি অপেক্ষার প্রহর বদলাবো
    তুমি যদি চাও আমি শীতের সকালের রৌদ্র হয়ে ধরা দিবো
ওহে সূর্যসেন,
তোমার জন্য আমার হস্ত তরবারি তুলতে ভয় পাবে না
    তোমার কাছে  রঙ বদলানো গিরগিটি হতে পারবো না
তবে তোমার কাছে রঙিন রুপে নিজেকে সাজাবো
    ওহে সূর্যসেন,  
তোমার পাশে থেকে আক্ষেপে সঙ্গী হতে পারি
      .    .   আমি তোমাকে প্রাপ্তির সূচনা দিতে পারি
যদি তুমি চাও আমি  হাজারবার গড়তে পারি
        শুধু তোমার হয়ে পাশে থাকতে পারি,ওহে সূর্যসেন,
   হাজার কষ্টের সমাপ্তি হতে পারি
ওহে সূর্যসেন,
   তুমি কি জানো সকালের মিষ্টি রদ হয়ে তোমার গায়ে পরতে চাই?
            শীতের চাদর হয়ে জড়িয়ে রাখতে চাই কষ্টে
শুধু তোমার জন্য আমি বিদ্রোহী এক নারী হতে পারি
   ওহে সূর্যসেন
আমি তোমারি শেষ বেলার শেষ কবিতা।