ওহে রুপোলী আজও কি একলা বসে আমায় নিয়ে ভাবো?
    আজো কি বৃষ্টি হলে আমায় নিয়ে ভেজতে ইচ্ছে হয়?
আজো কি আমার জন্য ইসকুল পালিয়ে ঘুরবে ভাবো?
        আজো কি আমার সাথে রাগের কারণ খুঁজো
ওহে রুপোলী  আজও কি আমার পাশে বসতে ইচ্ছে হয়?
     আজো কি রাস্তায় হাটলে আমায় পাশে খোঁজ।
  
নাকি আজ আমার জায়গায় অন্য কেউ সঙ্গী?
      ওহে রুপোলী একি ভালোবাসার সেই স্বপ্ন
যেথায় দিনশেষ হতো এক রাশি স্বপ্ন নিয়ে
    একি সেই ভালোবাসা যেখানে হারাবো না বলেই চলা
একি সেই ভালোবাসা যেথায় আমার রাগ তোমার চুপ থাকা
  নাকি সেই ভালোবাসা আমাকে মিষ্টি শাসনে বাধা

ওহে রুপোলী আমি আজও তোমায় খুঁজি
    পাশে পাবোনা জেনেও সেই স্বপ্ন আজও আঁকি
তোমার সেই ভালোবাসা আমি আজও আঁকড়ে ধরি
     তোমায় ভেবে দিব্বি একলা হাঁটি
তোমার  সেই পরশ আজো আমায় বাধে
    আজও আমি তোমার সেই ভালোবাসার আশায়
পাবো না জেনেও তোমায় খুজি
    তোমায় নিয়ে লিখবো হাজার কাব্য
যেথায় বেদনা বলে শব্দ হবে না
    যেথায় হারানোর প্রশ্ন জাগবে না
আমি লিখবো হাজার বার লিখবো
  সপন পূরনের কাব্য, আমার ভালোবাসার কাব্য