আমাকে বুঝতে চাও ?
তবে পুরো নারী জাতিকে বুঝতে চেষ্টা করো।


আমাকে জানতে চাও?
তবে প্রতিটি নারীর বুকের ভেতরের লুকানো স্বপ্নটাকে জানতে চেষ্টা করো।


আমাকে আবিষ্কার করতে চাও ?
তবে প্রতিটি মেয়ের সাবলীলভাবে বলে যাওয়া কথাগুলোর আড়ালে,
লুকিয়ে থাকা না বলা কথাগুলো আবিষ্কার করো ।


আমাকে ভালোবাসতে চাও ?
তবে গাঢ় সবুজের মাঝে রক্তাত্ব লালটাকে ভালোবাসো,
পথের পাশে অবহেলিত ঘাস ফুলটাকে ভালোবাসো ,
ভালোবাসো সেই প্রিতিলতাকে যার চৈতালি বিশ্বাসের মাঝে সরলতার শৈল্পিক আসন।।


আমাকে সন্মানিত করতে চাও ?
তবে সন্মানিত করো প্রতিটি মেয়ের সৌন্দর্যকে ।


আমাকে অর্জন করতে চাও?
তবে প্রতিটি মেয়ের বির্সজনগুলো আগে অনুধাবন করো ,অর্জন করো তার আস্থাকে।।
এর মাঝেই খুঁজে পাবে তুমি আমায়,
কোন এক পল্লীবধূর রিনিঝিনি কাঁকনের মায়ায়
নিটোল পায়ের নুপূরের ছন্দের চাওয়ায় ।।


অতি সাধারণ আমি,          
অসাধারণের মাঝে নয়তো আমার বিচরণ ।
নারীর প্রত্যাবর্তনের সোচ্চার অভিযানে,
সম্মূখপানের আমি সেই দামিনী।।