দমে গিয়েও সচল হয়েছি বারবার
ভেঙ্গে গিয়েও নতুন করে গড়ে উঠেছি আবার
হেরে গিয়েও জয়ের নেশায় মেতেছে মন আমার ।।


হে চাটুকার !!
মুখের বচন ই না হয় দমিয়েছো,
মনের জোরতো দমাতে পারনি !!!


হে প্রতারক !!
বিশ্বস্ত সম্পর্কটাই না হয় ভেঙ্গেছো,
মেরূদন্ড তো ভাঙ্গতে পারনি !!!


হে ভন্ড !!
ছলনার খেলাতেই না হয় হারিয়েছো ,
ত্যাগদীপ্ত ভালোবাসার যুদ্ধেতো পরাজিত করতে পারনি !!!
পারবেওনা, কোনদিন _____


জন্মলগ্ন থেকেই আমি নারী শিখেছি---
মুখের বচনকে দমিয়ে মনকে সচল করতে ।
মিথ্যে সম্পর্ক কে তুচ্ছ করে ----
শিরদার করতে জানি আমি ।


ছলনার খেলাকে দলিয়ে -----
যুগেযুগে ভালোবাসার যুদ্ধে জয় মাল্য অর্জন করেছি আমরা নারী ।
তাই বৃথাই তোমার চাটুকারীতা !
বৃথাই তোমার অস্থায়ী অহমবোধ !!
ব্যার্থ তোমার ডিকটেটোরী শাষণ !!!