মানুষডারে  আইজ বড় মনে পড়ে,
কত্তকাল … যেন দেহি নাই ,
চক্ষু দুইখান- খালি খুঁইজা মরে ….মানুষডারে ।
ব্যাথায় …  কুঁকড়াইয়া যায় অন্তর,
মানুডা তো আর ফিরনের না !
সেইডা তো আমিও জানি –
তয়, মানবার ক্ষেমতা পাইনা যেন ।


মানুষডা  আমার বন্ধু আছিলো না,
তয়  সে শত্রুরওতো  আছিলো না,
তাইলে  মানুষডা কি আছিলো আমার ?
আপনজন !!
নাহ্ !  মানুষডা  আপনজনও হইবার পারে নাই ।
আপনজন হইলে কি  এমন কইরা,
আমারে একলা কইরা যাইতে পারতো !
পারতো এমন কইরা অতল সাগরে ভাসাইয়া যাইতে !


এক ছাদের নিচে না পারতাম,
এক আসমানের নিচেতো থাকবার পারতাম !!
কিন্তু মানুষডা, স্বার্থপরের মতো খালি নিজের কষ্টডারেই দেখলো !
শেষমেস নিজের মুক্তির পথডারেই বাইছা নিলো !!


এমন কইরা কি জেতন যায় ,
এইডারে কি জেতন কয় !
প্রিতিডা সর্যাস্তের সাতে সাতে-
সূর্য যেমন কইরা সব আলো নিভাইয়া ---
দুনিয়াডারে অন্ধকার কইরা,
বুজাইয়া দিয়া যায় -সূর্যের আলোর কী মর্ম ,
তেমন কইরা, তয় মানুষডাও কী আমারে
তাঁর মর্মডা বুজাইয়া দিয়া গেল !!?