অন্ধকারের মানুষ আমি , অন্ধকারেই বাস;
অন্ধকাররে ঘিরেই , আমার যত সর্বনাশ !


অন্ধকারেই কথা বলি , অন্ধকারেই হাটি
হাতে নিয়ে এক পেয়ালা নীল কষ্টের বাটি ।


অন্ধকারের নীলাম্বরী সাজে, জমজমাট আমার নীল পরিক্রমা
নীল অপরাজীতাটি যেনো আমার অন্ধকার বাগিচারই একমাত্র তমা ।


অন্ধকার বিরাণ ভূমির আবাস স্থানে শুধুই হাওয়ার কুহক
আর আইভিলতার স্বেচ্ছাচারী আলিঙ্গণ !
বড় অসহ্য লাগে, আইভিলতার আমূল বিদ্ধ স্বেচ্ছাচারিতা


অন্ধকারে বুকের মাঝে এ যেনো কেবলি প্রবল কলোরব ।
সমস্ত বুকের মাঝে এক ভীষণ দাপাদাপি,
সংগোপনে এ যেন বুকের খুব কাছাকাছি ।
ফুঁড়ে উঠতে চায় যেন নীলকান্ত অন্ধকারকে মাড়িয়ে
উজ্জ্বল আলোর রৌদ্দুরচ্ছটা ভেলা ।


অমাবস্যায় মৃত্যুরহস্যের হাতছানি দেখে
বড় ক্লান্ত আমি , খুঁজে ফিরি আলোকিত হিরন্ময় দু'টি চোখ ।
কি নিদারূণ আর্তনাদে, আলোর পানে চেয়ে থাকি শুধু ;
কান্খীত সুখ আর পেলবতাকে ছাপিয়ে
আলো মুচকি হেসে কয়; আসবী ? আয় !


তৎক্ষণাত, ঠিক তৎক্ষণাত ! জলন্ত অগ্নিশিখার মতো ফণা তুলে
অন্ধকার আমায় খামচে ধরে কয় ; -
আলো ! সে তো তোর জন্য নয় রে !! অন্ধকারে আছিস্ সেইতো ভালো ।