আলোও গেঁথে থাকে বিশাল পৃথিবীতে, জ্যোতির্ময় সব আলো ছড়িয়ে পড়ে সেই সব
মানুষের বু’কে, যাঁদের বিশাল হৃদয়ে হাহাকার ক’রে উ’ঠে গভীর এক শূন্যতা,
পূর্ণিমার চাঁদ থেকেও সেই শূন্যতা অনেক বেশী উজ্জ্বল হ’তে থাকে দুঃস্বপ্নময়
শুভ্র সৌন্দর্যে, বিষাক্ত ঠোঁটে, শিশিরের কোমল ফোঁটায়, আদিম উৎসবে;
সবুজ অরণ্য আর উ’ড়ে যাওয়া মেঘের ভাজে ভাজে আমিও যেন হারিয়ে যাই
শতাব্দীর অলৌকিক কোনো যাদুকরের স্পর্শে, আশ্চর্য অন্তহীন ভাবনার রক্তপ্রবাহে-  
ঘন সন্ধ্যায় সেই আলোও যেন ফুরিয়ে যায় চোখের কোণ থেকে কয়েক মুহূর্তে,
চেয়ে থাকি রুপালী চাঁদের দিকে, ক্লান্ত চোখে, গেঁথে থাকা সেই আলোর জন্য।