তোমার চিহ্ন ব’য়ে বেড়াই আমার সমস্ত অবয়ব জু’ড়ে;
আঙুলের ছোঁয়ায় কেঁপে উঠা আমার বাড়ন্ত চুলে; নিঃশব্দতায়
ভেসে যায় গভীর স্পর্শে; শূন্যতাবোধ করি মানবিক প্রত্যহ
কর্মে, সকাল- বিকাল আর সন্ধায়, গাঢ় বিষাদে যেখানে জ’মে
থাকে সীমাহীনশোকাবহ আমার গভীর হৃদয়ে, হারানো দিনের
স্মৃতিতে কষ্ট পাই, ভাবি মনে মনে, তুমি ছিলে আমার স্বপ্নের
অনুভূতির কঠিন বাস্তবতায়। জ্যোতির্ময় আলো ছুঁয়ে যায়
আমার উপলব্ধিময় ভাবনার কম্পিত ঠোঁটে; স্বপ্নের লালনীল
সিঁড়ি বেঁয়ে রূপান্তরিত হ’য়ে উ’ঠে নিস্তব্ধতার সকল আলোছায়া
রৌদ্রজ্জ্বল বিস্ময়ে, সৌন্দর্যেরকঠিন অর্থও হারিয়েযায় স্বপ্নের
বিস্ময়কর মধ্যেদিনে। যেখানে আর কোনো সৌন্দর্য জেগে
উ’ঠে না; আমার হারানো সুরে। যারা র’য়ে গেছে স্মৃতিতে, খুঁজি
না তাঁদের আর বিস্ময়কর দিনে। অনুভূতির সব উৎসাহ আজ
কঠিন লীলাভূমি আমার আবর্তে। নিস্তব্ধতার গান বিরচিত হ’য়ে
সুর ছড়ায় কল্পনার তুলিতে। মর্মরধ্বনি রূপান্তরিত নিক্ষিপ্ত
আমার সকল চেতনার শিল্পে। আশ্চর্যভাবে আনন্দঘন উৎসাহে;
অনুভূতির সব বেদনাও জেগে রয় অসুন্দর সীমাহীন নক্ষত্রে।
জ্যোৎস্নায় দাড়িয়ে থাকি ঝ’রে পড়া অলৌকিক তীব্র আলিঙ্গনে।
প্রকৃতির রূপান্তরিত বাদামিরঙে হারিয়ে ফেলি মুগ্ধময় সৌন্দর্য;
শুধুই তোমার স্মৃতিতে, শূন্যতায় ছুঁয়ে যায় হারানো অশ্রুবিন্দু।