এক পথেই হাঁটতে শুরু করেছিলাম আমরা
তুমি হাঁটতে ছিলে,
আর আমি তোমার পথ ধ’রে
তোমার সাথেই এগিয়ে  যাচ্ছি।
বার বার উজ্জ্বল দৃষ্টি তোমার দিকে,
কিন্তু কখন যেন তোমার থেকে চোখ ফিরিয়ে
অন্য দিকে দিলাম,
চেয়ে দেখি তুমি নেই।
আমি হাটতে থাকি অন্ধ পথিকের মতো,
দিক্বিদিক কোন পথ আমার জানা নেই।
ভাবি নিকটেই হয়তো তোমাকে পেয়ে যাবো
কিন্তু পেলাম না।
হঠাৎ কোন সুগন্ধ আমাকে জানিয়ে দেয়
তুমি আর বেশি দূরে নও,
এগোতে থাকি দ্রুত
তোমার পথই যে আমার গন্তব্য।
আমি আবার তোমার দেখা পাই,
আমার স্বপ্নের দেখা পাই।
মনে মনে প্রতিজ্ঞা করি,
তোমাকে দেখে দেখেই পথ চলবো
অন্ধ যেমন অনুসরণ করে অন্যজনকে।
ঐ পথে হঠাৎ আমার পুরনো দুঃখের দেখা পাই,
যে একদা আমার কাছে ছিল আশ্চর্য গোলাপ,
ঐ দিকে তাকাই,
তাকাই আমার গাড় গভীর দুঃখের দিকে,
আমি ভুলে যাই তার অতীত আর কষ্টের দাগগুলো
আবার হারিয়ে ফেলি তোমাকে,
জ্যোৎস্নাময় আলোর জন্য আবার হাটতে থাকি
তোমার খোঁপা থেকে কখন যেন একটি
চুল এসে আমার শরীর- এ লাগে
হয়তো নিকট- এ পেয়ে যাবো তোমাকে
আমি আর তোমার দেখা পাই না,
চুলটি বুক পকেট রেখে আমি চলে আসি
আপন আলয়- এ,
তোমার ঐ চুলটি আমার জন্য হ’য়ে
উঠে অপার্থিব সৌন্দর্য ।