কোনো কিছুই শাশ্বত নয়;
আমার
                প্রেম...
                      কাম...
                            স্পর্শ...
আর অন্য কিছুর জন্য অবসন্ন ভাবে তাকিয়ে থাকা;
বিমর্ষ স্মৃতি শুধু কেঁপে কেঁপে স্বর্গীয়ভাবে
মোহিত করতে পারে আমাকে।
পুঞ্জ পুঞ্জ নিবিড় গাঢ়  দুঃখগুলো বৃদ্ধি পেয়ে এক সরোবরের
জন্ম দেয়; পুষ্পচদ্র শুধু সেখানেই জন্ম নিতে পারে,
গাঢ় দুঃখগুলো আরও নীলাভ হ’য়ে রক্ত মাংসে হিল্লোল ছড়ায়।
আমার সমস্ত স্বরমালা বিছিয়ে যখন রচনা করি স্নিগ্ধ মোহিত কবিতা;
যা অপার সৌন্দর্য পেতে থাকে তোমার নিটোল মুক্তোর স্পর্শে।
আমি জানি আমার কবিতা কখনও তোমার স্তব গাবে না !
তবুও তোমার সমস্ত স্বত্বায় আঁখিতাঁরায় গেঁথে রবে নিঃশব্দে।