দেখছে সবাই বুঝছে সব ই,
মুখ খুলে কোন জন।
সবাই আমরা রাজার কুমার,
মায়ের পরম ধন।
যুদ্ধে যেতে ভয় পাই না,
এই গণতন্ত্রেই ভয়।
হঠাৎ কখন মৃত্যু নামে,
বোঝার উপায় নাই।
এমন ভাবেই দিন যে কাটে,
বেঁচে আছি যেন মরে।
গণতন্ত্র রক্ষা করতে যেন,
আবার আসি ফিরে।
গণতন্ত্রের নামে রে ভাই,
ভীষণ শাসন-শোষণ।
আমরা সবাই দস্যি ছেলে,
শুধরে দিতে করেছি পণ।
মাঝ দরিয়ায় ভীষণ তুফান,
লাগাও তরী তীরে।
বজ্রমুষ্টি নাইয়া হয়ে যেন,
আবার আসি ফিরে।