১৯৫২ র নিদারুণ অভিঘাত,
উত্তাল সারা দুনিয়া।
মা, আমাদের ভাষা কেড়ে নিচ্ছে যারা,
আমরা তাদের ছাড়বো না।
মাগো, যে ভাষা তে তোমায় ডাকি;
ভুলবো আমি কি করে।
অত্যাচারী শাসক দল আজ,
তোমার ভাষায় লাথি মারে!
আমার দেশের আমার গ্রামেই,
আমার জীবন ধন্য।
বিদেশ থেকে হঠাৎ এসে,
জোর খাটাও কি জন্য?
হাতে তুলে নিলাম বন্দুক তাই,
মেটাতে মায়ের জ্বালা।
রক্ত দিয়ে কিনলাম ভাই,
আমার বর্ণমালা।