একটু একটু করে সাহস সংগ্রহ,
মনটা বারুদের স্তুপ।
বহু মিছিলে হাঁটার বঞ্চনা,
জীবন অন্ধকার কূপ।
পার্থিব সুখ , তুমি ভোগ করো,
আমারও রয়েছে অধিকার।
তবু কেন শূন্য হাতে,
ঘুরে বেড়াই এধার ওধার।
আমার নিষিদ্ধ ইস্তেহার,
একদিন ফাটবে বোমা।
জীবনটা ভীষণ এলোমেলো,
নেই তাতে ছেদ দাড়ি কমা।
আমাকেও দিতে হবে,
খুঁজে পেতে শিরদাঁড়া।
যুগ যুগান্তর তোমরা রাজা,
আমরাই পড়ি মারা।
আমি মিছিলের সেই কালো মুখ,
নিষিদ্ধ ইস্তেহারে।
তোমাদেরই সেই সুপারি কিলার,
নিজের জন্যও বাঁচে -মরে।