নদীর ধারা বয়ে চলে আপন বেগে,
পুরানো স্মৃতি হাতড়ে বেড়াই।
জন্মের সাথী তুমি,
মৃত্যুতেও তাই।
বেগবান জীবনধারায় নাই সময় নাই।


একটা ভালো লাগার মৃত্যু,
কারো কাছে আবেগের।
সবার জন্য ঝাঁপিয়ে পড়ি,
তুমি তো স্বামী সোহাগের।


জলধারা বয়ে যায় ভুলে দূকুলের কথা,
তুমি আমি কেঁদে উঠি ভেবে রূপকথা।
অশ্রুধারার হাহাকার,
ফেরে না বসত বাড়ি;
জাপটে ধরে আজ আমরা ব্যথা বহন করি।