ব্যঙ্গ (৪)
লেখক--হিরণ্ময় ঘোষ
------------------------
মুখে বলা খুবই সোজা,
করাটা ভীষণ কঠিন।
কাগুজে বাঘ গুলো সব,
মানসিকতায় বিরাট হীন।


দেখবি যখন জ্বলবি তখন,
নাচবি তখন তা ধিন ধিন।
ভাববি বসে একনাগাড়ে,
কী করে আর কাটবে দিন।


অল্প বুদ্ধির মানুষ যারা,
শেষ অস্ত্র তার গালি।
বুদ্ধিজীবী হাজার দোষী,
পিছন থেকে দেয় তালি।


একটু বসে ভাবুন সবাই,
লুচিটা কি পুরো গোল ?
একটু সুযোগ দিলে পারে,
মেরে দেবে সব ঝোল।
--------২১/৯/১৯--------