চুপ!
লেখক-- হিরণ্ময় ঘোষ
---------------------------------
শব্দ দিয়েই জব্দ করো,
মারপিটেতে নয়।
রক্ত দিয়ে জীবন বাঁচাও,
দাঙ্গাকে যত ভয়।
লোহা দিয়ে সমাজ গড়ো,
অস্ত্র শস্ত্র নয়।
কথায় লৌহ মানব হবে,
মৃত্যু যন্ত্রণাময়।
সমাজ চায় যে ভালো মানুষ,
ভীষণ যে দরকার।
মন খুলে যে বলবো কথা,
চুপ!চলছে সরকার।
সবার সাথে ,সবার ভালো;
মন্দ কপাল- কর্ম!
শূন্য হাঁড়ি ,জল ফুটে যায়।
পেট ভরায় না ধর্ম।
তুমি আমি মেহনতী ভাই,
ঘাম ঝরানো অর্থ।
তোমার নুনে আমার পান্তা,
বিভেদ লাগায় স্বার্থ।
------------১৯/৯/১৯--------------