কবিতা ----মেয়েটা
লেখক ---হিরণ্ময় ঘোষ
---------------------
সকলের বাঁকা চোখ,
সুযোগ খোঁজে অনেকেই।
অন্ধকার অলিগলি ঘুরে
তীব্র আস্ফালন।
ভাবা যায় ! মেয়েটা----
শরীর সর্বস্ব জীবন।
ভেবে দেখলাম
আসলে বাঁচার ওটাই তো রাস্তা।
দারিদ্রতা চৌকাঠ পেরিয়েছে
জীবনটা তাই সকলের কাছে সস্তা।
নাক উঁচু করে চলা সমাজ
অর্থের কাছে ভয়ানক ভাবে বন্দি।
দিনের আলোয় অচ্ছুৎ যারা
রাতের আড়ালে তাকে নিংড়ানোর ফন্দি।
সকলেই স্বপ্ন দেখে কত
কিন্তু বাস্তবে তা নামে কই !
মেয়েটা কত স্বপ্ন দেখেছিল
বাস্তব কেড়ে নিয়েছে সব।
সকলের ঘৃন্য মানসিকতা
সমাজের লাশকাটা ঘরে
আমরা একা একটা জীবন্ত শব।
-------০৩/০৮/২০২০-------
ভাকুড়ী ঘোষপাড়া,
বহরমপুর,মুর্শিদাবাদ