তোমার ঐ দু চোখের নেশায় মজে গিয়ে আমি,
নেশাতুর চাতকের মতো জল চেয়ে চেয়ে ফিরি।
সাগরের বুকে রত্ন ভান্ডার থেকে  মুক্তার মতো,
হঠাৎ অদ্ভুত কোন আলো লেগে ঝলমল করি।
এক পা দু পা করে চড়াই-উৎরায়  পথ পেরিয়ে,
এগিয়ে যেতে চাই অনেকটা তোমায় সাথে নিয়ে।
হঠাৎ বাস্তবের কষাঘাতে বিনা মেঘে বাজ পড়ে,
আমার ভালোবাসা পালিয়ে যায় জানালা দিয়ে।


এখন আমি আকাশের দিকে চেয়ে চেয়ে থাকি,
শুধু  তারাদের দেখি আর পাগলের মতো খুঁজি।
ওই বুঝি নেমে এলে তুমি, আমার ভাঙ্গা ঘরে;
সাজাতে সুখের সংসার ,ভালোবাসা দিয়ে বুঝি।
চলে যায় দিন চলে যায় রাত একা একাএইভাবে,
রিক্ত হৃদয় নিয়ে নেশাতুর আমি ;স্বভাবে অভাবে।