রামছাগলের মামা,
গায়ে পরেনা জামা।
মুখে তার লম্বা দাড়ি,
তাই তার সাথেই আড়ি।
ভেবে বুঝি কাটতে দাড়ি,
গেলো সে নাপিত বাড়ি।
নাপিত নাই নিজের ঘরে,
ঘরে ঘরে সে খুঁজে মরে।
হঠাৎ মামার কি ঝোঁক হলো,
এক ঘরে সে প্রবেশিলিল।
ঢুকে দ্যাখে ঘরের পাশে,
নাপিত ভায়া কাঁপছে রোষে।
রেগে সে মারলো ল্যাং,
অমনি মামা চিৎপটাং।
_______€______