বিকেলবেলা মেঘলা আকাশ,
মুখটা করে ভার।
খেলতে যাব পাড়ার মাঠে,
সইছে না আর তর।


সকাল থেকে পড়ার তাড়া,
ভাল্লাগেনা আর।
স্কুলের শেষে বিকেল হলেই,
সইবে কেন তর।


গ্রীষ্মকালে কষ্ট হলেও,
স্কুলের শেষে যায় খেলা।
বর্ষা এসেই করলে মাটি,
কেমনে কাটে বিকেল বেলা।


সন্ধ্যা হতে না হতেই,
মা এর ভীষণ তাড়া।
হোমওয়ার্ক এর খাতা খুলে,
খোকন এবার কর পড়া।


শীতের কালে সন্ধ্যা নামে,
সাত তাড়াতাড়ি।
স্কুলের শেষেই সময় শেষ,
ফিরি যখন বাড়ি।


বড়রা তোমরা বিধান করে,
খেলছো নানান খেলা।
বাক্যবাণে বিদ্ধ করে,
কাড়ছো ছেলেবেলা।


এমন করে সবাই মিলে,
কাড়ছো যে শৈশব।
একটু যদি বেনিয়ম চলি,
গেল গেল রব।


প্রকৃতি মা দোহাই তোমার,
ভেবো মোদের কথা।
খেলার সময় বাড়িয়ে দিয়ে,
ঘোঁচাও মোদের ব্যথা।
--------&----------