আকাশ জুড়ে মেঘের ঘটা,
চমকি উঠে পড়ছে বাজ।
বাইরে যেতে বারণ আমার,
ঘর বন্দি ;নেই তো কাজ।


বর্ষাকালে খেলার নেশায়,
একটু পড়ে বাধা।
মাঠ ঘাট জল থই থই,
পথে ঘাটে কাদা।


বর্ষা মানে কষ্ট অনেক,
জল থই থই বান।
তবু ভালো বর্ষ ঋতু,
দিচ্ছে নতুন প্রাণ।
-------****---------